কেয়ার বাংলাদেশ এবং কেয়ার ইউএসএ প্রতিনিধিদল কর্তৃক মুক্তি কক্সবাজারের লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন কর্মসূচি পরিদর্শন
গত ৩১ অক্টোবর, ২০২৪
খ্রি: তারিখে কেয়ার বাংলাদেশ এবং কেয়ার ইউএসএ
এর একটি উচ্চ পর্যায়ের
একটি প্রতিনিধি দল মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন “𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥𝐢𝐭𝐲
𝐨𝐟
𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
𝐢𝐧
𝐏𝐫𝐨𝐭𝐫𝐚𝐜𝐭𝐞𝐝
𝐂𝐫𝐢𝐬𝐞𝐬
(𝐂𝐏𝐏𝐂)”
প্রকল্পের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে চলমান আউটরিচ কার্যক্রমের অংশ হিসেবে জীবিকায়ন
কর্মসূচি তথা মাসরুম চাষ
কেন্দ্র, বাড়ির আঙ্গিনায় সবজি বাগান, সমস্বিত
সবজি চাষ এবং মিশ্র
চাষের স্থান পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে
মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে
উপস্থিত ছিলেন রাম দাশ (কান্ট্রি
ডিরেক্টর, কেয়ার বাংলাদেশ), রেনিল ডেসিলভা (চিফ ফিনান্সিয়াল অফিসার,
কেয়ার ইউএসএ), রবার্টস শিলা মুথিনি (হেড
অফ কক্সবাজার, কেয়ার বাংলাদেশ), কায়সার রিজভী (চিফ অফ পার্টি,
এমপিডিএস প্রজেক্ট, কেয়ার বাংলাদেশ), সোহেল মাহমুদ (সিনিয়র টিম লিডার, এএইচপি
বাংলাদেশ কনসোর্টিয়াম, কেয়ার বাংলাদেশ), বিলকিস বেগম (জেন্ডার এন্ড প্রটেকশন কোঅর্ডিনেটর,
কেয়ার বাংলাদেশ)। মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র
দে সরকার, প্রতিনিধি দলের সদস্যদের আন্তরিক
শুভেচ্ছা জানান । তিনি প্রকল্পের
পাশাপাশি মানবিক, সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ডে
কক্সবাজারের স্থানীয় এনজিও হিসেবে সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগতমান নিশ্চিত
করে প্রত্যেকটি কর্মসূচি সফলভাবে সম্পাদনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন
এবং মুক্তি কক্সবাজারের প্রকল্প
কার্যক্রম পরিদর্শন এবং কারিগরি সহযোগিতা
প্রদানের জন্য কেয়ার বাংলাদেশ
ও কেয়ার ইউএসএ প্রতিনিধিদলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
করেন।
প্রতিনিধিদলের
সদস্যরা প্রকল্পের আওতায় পরিচালিত 𝗪𝗼𝗺𝗲𝗻
𝗟𝗲𝗮𝗱
𝗶𝗻
𝗘𝗺𝗲𝗿𝗴𝗲𝗻𝗰𝘆-(𝗪𝗟𝗶𝗘),
𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝘁𝘆
𝗢𝘂𝘁𝗿𝗲𝗮𝗰𝗵
𝗚𝗿𝗼𝘂𝗽-(𝗖𝗢𝗚),
𝗦𝗲𝗹𝗳
𝗛𝗲𝗹𝗽
𝗚𝗿𝗼𝘂𝗽-(𝗦𝗛𝗚),
𝗚𝗶𝗿𝗹
𝗦𝗵𝗶𝗻𝗲
𝗚𝗿𝗼𝘂𝗽-
(𝗚𝗦𝗚),
𝗠𝗲𝗻
𝗮𝗻𝗱
𝗕𝗼𝘆𝘀
𝗘𝗻𝗴𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁
𝗚𝗿𝗼𝘂𝗽
(𝗠𝗕𝗘𝗚)
দলের সদস্যসের সাথে মতবিনিময় করেন।
এ সময় তারা কমিউনিটি
পর্যায়ে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রতিকার, ঝুঁকি কমানো, জরুরি সময়ে সাঁড়া প্রদান,
মানসিক সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতামূলক কার্যক্রম, কিশোরী ও নারীদের মাসিক
ব্যবস্থাপনা, বালক এবং পুরুষদের
কমিউনিটি পর্যায়ে লিঙ্গ ভিত্তিক সহিংসতা নিরসনে অংশগ্রহণ, এবং কয়েকজন নারীর
সফলতার গল্পের সাথে মুক্তি কক্সবাজার এর বিভিন্ন কার্যক্রম
কিভাবে যুক্ত সে সকল বিষয়ে
আলোচনা করেন। মতবিনিময় শেষে সকলে সম্মিলিতভাবে
দেশীয় কলা গাছের চারা
রোপন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং কমিউনিটি
পর্যায়ে নিরবিচ্ছিন্ন জিবিভি রেসপন্স প্রদানের উৎসাহ প্রদান এবংআন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য,
সিপিসিসি প্রকল্পটি 𝐃𝐅𝐀𝐓
𝐀𝐇𝐏
এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ
এর কারিগরি সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন এবং ৪ টি
এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তি কক্সবাজার কর্তৃক
লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রতিকার এবং ঝুঁকি হ্রাসে
অত্যন্ত ফলপ্রসূভাবে কাজ