মুক্তি কক্সবাজার পরিচালিত শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ সম্পন্ন।
মুক্তি কক্সবাজার
পরিচালিত শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ সম্পন্ন।
অদ্য ২০ অক্টোবর
২০২৪ খ্রি: তারিখে মুক্তি কক্সবাজার পরিচালিত ১০ টি শিক্ষা কেন্দ্রের ১০০০ জন শিক্ষার্থীর
মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। উক্ত স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার। এতে আরও উপস্থিত
ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সুদেব রুদ্র, প্রকল্প কর্মকর্তা রমজান আলী, টেকনিক্যাল অফিসার
আরিফুল ইসলাম, শিক্ষা কেন্দ্রসমূহের এস এম সি র সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক
এবং শিক্ষার্থীবৃন্দ।
আমতলীর ছড়া
মুক্তি স্কুলের শিক্ষার্থী মাহিন স্কুল ড্রেস পেয়ে উচ্ছসিত হয়ে মনের ভাব প্রকাশ করেন
ঠিক এভাবে,” আজ আমি নতুন স্কুল ড্রেস পেয়ে খুবই আনন্দিত। এ ড্রেসটা খুবই সুন্দর এবং
আমার খুব পছন্দ হয়েছে। কিছুদিন আগে মুক্তি থেকে আমরা নতুন স্কুল ব্যাগ ও সমস্ত নতুন
শিক্ষা উপকরণ পেয়েছি।”
উল্লেখ্য যে,
২০১০ সাল থেকে দাতা সংস্থা চিলড্রেন অন দ্য এজ এর অর্থায়নে, কক্সবাজার সদর এবং রামু
উপজেলায় ১০ টি শিক্ষা কেন্দ্রে ১০০০ জন অসহায়, দরিদ্র ও ঝরে পড়া/ কমজীবি শিশু নিয়ে
১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত সরকারী প্রাথমিক শিক্ষা কারিকুলাম অনুযায়ী মুক্তি
কক্সবাজার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে । এ শিক্ষা কার্যক্রমের আওতাধীন মুক্তি
স্কুল সমূহের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সকল ধরনের শিক্ষা উপকরণ নিয়মিতভাবে বিতরণ
করা হয়।